রণেশ রায়ের কবিতা

Story and Article


একটি মেয়ের আত্মকথা -   রণেশ রায়

 আজও মনে পড়ে
বাবা মায়ের ধমকে 
তাদের কর্তব্য বোধের খাতিরে
আমরা মিলেছিলাম দুজনে 
আমাদের সেই মিলন লগনে,
আমার সর্বশরীরে পরিয়ে দিয়েছিলে, 
আদরে সোহাগে চুম্বনে, 
কত না মণিমুক্তা গহনা সোনার 
তোমার নখের আঁচড় দাঁতের কামর
আর ভালোবাসার অঙ্গীকার,
হয়েছিলাম আমি ভাগ্যবতী সতী সম্পদবতী,
তোমার দেওয়া সে উপহার
স্মৃতির দেরাজে তোলা ছিল আমার। 


কিন্তু আমি তো চেয়েছিলাম এইটুকু, 
একবুক ভালোবাসা, মুক্ত বাতাস,  
একমুঠো সমুদ্রের ঢেউ 
ঝর্নার কলতান, বনানীর সবুজ স্পর্শ শুধু। 
আজ পঞ্চাশ বছর হয়ে গেল 
সেসব কিছুই দিতে পারলে না আমায় 
অধরা রয়ে গেল প্রেম তোমার 
আজ বিস্মৃতির অতল গহ্বরে সব মেলায় ।


শহীদ মিনার  হতে চায়

রণেশ রায়


ডানাকাটা পরী চায় বাতাসে ভাসতে 

নিস্তরঙ্গ ঢেউ উঠতে  চায় পাহাড়ের চূড়ায়

দৃষ্টিহীন চোখে পাখি তাকিয়ে দেখে

মাস্তুলহীন জাহাজ নিশানা খুঁজে বেড়ায়

শিকড়হীন গাছের আকাশ ছোঁয়ার আকাঙ্খা

স্রোতহীন নদী পৌঁছতে চায় সমুদ্র মোহনায়

আমারই মত ঠিক যেমন মেরুদন্ডহীন মানুষ 

বিনা রক্তপাতে শহীদ মিনার হ'তে চায়।