যখন আমার ঘরের পাশ দিয়ে যায় , আমায় ডাকে তুই যাবি কি সোনার গাঁয় ?

 

Story and Article

সোনার গাঁ

সুদীপ চক্রবর্তী

এক জনের নাম বাদল আর এক জনের নাম বৃষ্টি ,
ওরা সবার নজর কেড়ে নজির করেছে সৃষ্টি ।
একে অন্যের খেয়াল রাখে ,
চলেও তারা এক সাথে ,
চলার ওদের শেষ নাই ,
সারা বছর চলে তাই ।
ওরা সময় মতো এলে কিষাণ মজুরের মুখে হাসি ফোটে ,
যেথায় সবার দিন থাকে ,
কোথাও পৌঁছে যাবে সন্ধেতে ,
যখন আমার ঘরের পাশ দিয়ে যায় ,
আমায় ডাকে তুই যাবি কি সোনার গাঁয় ?
সেথা আছে মাটির সোঁদা গন্ধ ,
আছে অনেক ভালো মন্দ ।
থাকে তারা হাসিখুশি , নতুন কেউ এলে , বরণ করে তোলে ,
থাকতে তোমায় দেবে যেথা আলো দেয় শশী ।
গল্প হবে ওদের সাথে , কোথাও পিঁড়ে, কোথাও আসন , ভালো লাগবে বেশভূষা , চলন বলন ,
বসতে হবে এক পঙ্কিতে খাবার পাতে ।
কাটবে সেথা আনন্দেতে ,
ভাগ্যচক্র ভাগ হবে সবার সাথে ,
যাবি আমাদের সাথে ?
চোখ মুখ ঝলমলিয়ে ওঠে ,
উড়তে থাকে ওদের মনের সাথে ,
তবুও খটকা লাগে মনের সাথে , স্বপ্ন না দিবাস্বপ্ন যদি হয়ে থাকে ?
তবে সোনার গাঁয় যাবো কেমন করে ?
আয়রে আয় , আমরা মেলছি ডানা ,
তাতে চড়ে আয় ,
উড়তে উড়তে নানা দেশের নানা ধ্বনি শুনতে পাবি ,
তোর আসল স্বপ্ন পূরণ হবে ,
সূর্যি ওঠা , সূর্যি ডোবা দেখতে দেখতে পৌঁছে যাবি সোনার গাঁয় ।