শিরদাঁড়া গুলো কবে যে ভেঙ্গে গেছে কবে যে হারিয়ে গেছে মনুষত্ব।
নিভন্ত প্রতিবাদী কলমে - শ্রী রাজীব দত্ত আমারও কিছু চাওয়ার আছে, আমি হতে চাই অন্ধ, আমি হতে চাই বোবা, আমি হতে চাই কালা, এই ছলনাময় সমাজের, আমিও একটা জড় পদার্থ। শিরদাঁড়া গুলো কবে যে ভেঙ্গে গেছে কবে যে হারিয়ে গেছে মনুষত্ব। চারিদিকে শুধু মিথ্যে আর বঞ্চনা চারিদিকে শুধু অসহায়ের কান্না। প্রতিটা রাতে প্রতারিত হয়, মানুষ নামক জন্তুর বিবেক আর চেতনা। হ্যাঁ আমি চাই বোবা কালা অন্ধ হতে, যাতে শুনতে না পাই সব অন্যায়, যাতে শুনতে পাই খুনখারাপি আর ধর্ষণ, সবকিছুতেই অর্থের প্রলোভন। প্রতিবাদীরাও মরে যায়, অর্থের ক্ষমতায়। আমি তো কেবল চুনোপুটি হারিয়েছি শিরদাঁড়া আর দাঁত কপাটি। তাই আমি আবারও চাই, বোবা কালা আর অন্ধ হতে, যাতে আবার না সামিল হই ঐ রক্তমাখা প্রতিবাদে।
Post a Comment