পূব দিগন্তে আলোর রেখা ফুটলে চলে যেতে হয় রাতকেও।
"জানিনা কোথায় - কতদূরে "
সুমিত রঞ্জন সাহা
গোধূলির আলো ম্লান হয়ে এলে
সন্ধ্যা নামে,
একটি দিনকে চলে যেতে হয়।
পূব দিগন্তে আলোর রেখা ফুটলে
চলে যেতে হয় রাতকেও।
রাতের আধারে আকাশের নিচে দাঁড়ালে কে যেন বলে
চলে যেতে হবে।
শীতের হিমেল বাতাস বলে
চলে যেতে হবে।
সবাইকেই একদিন চলে যেতে হয়।
যাওয়ার আগে আমি -
বুক ভরে টেনে নেব সতেজ বাতাস,
চোখ ভরে দেখবো এই পৃথিবী কে,
হৃদয়ে মেখে নেব তোমার ভালোবাসা-
যতখানি পারা যায়।
চলে যেতে হবে জানি,
শুধু
জানিনা কোথায় - কত দূরে?
Post a Comment