গ্ৰামের জীবন আমায় টানে ছবির মতো ধানের ক্ষেতে প্রকৃতি যে সব উজাড় করে সাজিয়ে রাখে নিজের হাতে।

 

Story and Article

প্রকৃতি প্রেমিক রঞ্জিত দে


আমি ভীষন সহজ সরল
সবাইকে খুব ভালোবাসি
মনটা আমার বড়ই সাদা
থাকতে চাই সদা হাসিখুশি।

গ্ৰামের জীবন আমায় টানে
ছবির মতো ধানের ক্ষেতে
প্রকৃতি যে সব উজাড় করে
সাজিয়ে রাখে নিজের হাতে।

শীতকালে সব পাতা ঝরে
বিভোর হয়ে দেখতে থাকি
ভোরের বেলায় একা আমি
অনেক সুরে গাইছে পাখী।

নাম না জানা পাখীর ডাকে
ঘুম ভেঙে যায় খুব ভোরে
বেড়িয়ে পড়ি চাদর গায়ে
হাঁটতে হাঁটতে নদীর পারে।

প্রকৃতি আমায় যখন ডাকে
ঘরেতে আর মন বসে না
ঝোলা নিয়ে বেরিয়ে পড়ি
মানিনা কারুর কোনো মানা।

ভোরের দিকে নৌকা ধরে
হারিয়ে যাই মাঝনদীতে
ভাটিয়ালি গান গাইছে মাঝি
আমি তখন বইঠা হাতে।

চলতে থাকে নৌকা খানা
আমার মতো মাঝির সাথে
তরতর করে চলছি সবাই
অজানা সেই নদীর পথে।

(রঞ্জিত দে)