মানব-ঝলাসে ভেতর পুড়ছে ভেতরে পুড়ছে আত্মসংহিতা
চার লাইনে প্রাণ প্রতিষ্ঠা-১১
রঘুনাথ চট্টোপাধ্যায় ১.দীক্ষিত হয়েও যারা ভুলে যায় ইষ্টমন্ত্র জন্ম-জয়ের পরীক্ষায় বসে তারা জন্ম- ক্ষয়ের শব্দ বাজায় ঘুঁষ ছুঁড়ে রুষ্ট করে দেবতাকে....। ২.ছয়বেহারা পালকিবেলা হুঁ-হুঁ-না-র মতো ঐতিহ্যবাহী কত শব্দেরা আর বাজেনা তীর্থের মতো তাকিয়ে থাকে অভিধানের রোদে ওদের ছুঁতেই বেজে ওঠেন পিতামহ ভীষ্ম....। ৩.মানব-ঝলাসে ভেতর পুড়ছে ভেতরে পুড়ছে আত্মসংহিতা আত্মগীতা আর আত্মবেদ খুঁজে পাচ্ছিনা পাঁচপুরুষের আশীর্বাদ ....। ৪.এখন কোনো আশীর্বাদই স্বস্তিতে নেই চারদিকেই আশীর্বাদ শোষক হাওয়া প্রতিদিনই অভিশাপ মেখে স্নান করি অভিশাপে মাথা রেখে ভিক্ষে করি রাত-ঘুম....।
Post a Comment