এই ঘরানার কবিতাটি একটু অন্য ধরনের। প্রতি লাইনে দুবার শব্দের মিল করিয়ে শেষে অন্তমিল।
( এই ঘরানার কবিতাটি একটু অন্য ধরনের। প্রতি লাইনে দুবার শব্দের মিল করিয়ে শেষে অন্তমিল।
মোট 10 লাইনের কবিতা হবে
প্রতি লাইনে 8 টি করে শব্দ থাকবে
স্তবক হবে -4#2#4 )
( ঘরানা -মিলে-মিলে অন্তমিল।)
শেষ কথাখানি কব
প্রবীর কুমার চৌধুরী
ও হাসি /খুব ভালোবাসি /আয়েশে এই নিশিদিন যাপন
এতদিনে/ তুমি বিনে/ হয় নাই কেহ গো আপন।
সাঁঝের বাতি /ঘনায় রাতি /ধরনির বুকে ফোটে হাস্নুহানা
প্রেমের মাধুকরি /তুমি বিভাবরী /বুঝি নিঃস্ব তুমি বিনা।
মন কাননে/ প্রেম অঙ্গনে /সতেজে ফোট তুমি শতদল
জুড়াইতে চায় অপেক্ষায়/ দিন যায় তুমি শুধু সম্বল।
তোমার আঁখি/ জাগ্রত দেখি /সদা হরষে ভরে যাপন
তুমি প্রিয়া/ ভরাও হিয়া/ তুমি বিনে কোথা আপন ?
যাও যদি চলে,/যেও বলে /বাতায়নে দাঁড়ায়ে রব
প্রদীপ জ্বেলে /দুহাতে তুলে/ তোমায় শেষ কথাখানি কব।
সংরক্ষিত
গড়িয়া,কলকাতা।
Post a Comment