যেই বর্ণ পরিচয়ের হাত ধরে আমাদের বাংলা ভাষার সাথে জীবনের প্রথম বাংলা ভাষা জানা
Rita Ghosh De
আজকের এই নতূন প্রজন্মের ছেলেমেয়েরা তো বাংলা ভাষাতে কথাই বলেনা, তারা আজকাল যে বাংলা ভাষা ব্যবহার করে তাকে জগাখিচুরি ভাষা বলে। একটা বাক্যে তারা বাংলা ভাষার সাথে হিন্দী ইংরেজি ভাষাকেও মিলিয়ে দেয়। আবার কোনো কোনো অভিভাবক তাদের ছেলেমেয়েদের বাংলা ভাষাতে কথা বলতে না পারা কে খুব গর্বের চোখে দেখেন।
সেইসব অভিভাবকেরা আবার বেশ বুকফুলিয়ে অহংকারের সঙ্গে বলেন "জানেন আমার ছেলেমেয়েরা একদমই বাংলা বলতে পারে না"। যে জাতি বা মানুষ নিজের মাতৃভাষার সন্মান দিতে পারেনা, আমি মনে করি তাদের আদৌ বাঙালী বলে কখনোই ভাবা উচিত নয়। অথচ আমাদের দেশের তথা সমগ্র বিশ্বের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর একজন বাঙালী।
যেই বর্ণ পরিচয়ের হাত ধরে আমাদের বাংলা ভাষার সাথে জীবনের প্রথম বাংলা ভাষা জানা এবং সেই ভাষাকে কেন্দ্র করে বিভিন্ন ধর্ম পুস্তক, বা বিদ্যালয়ের শিক্ষা সম্পূর্ণ করার সুযোগ পেয়েছি , সেই স্বপ্ন আমাদের পূরণ করেছেন স্বয়ং ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগর মহাশয়।
তাই আমি মনে করি বাংলা ভাষাকে টিকিয়ে রাখতে হলে আমাদের ছোটবেলার থেকেই ছেলেমেয়েদের সাথে নিজের মাতৃভাষা বাঙলাতেই কথা বলতে হবে, এবং তার সাথে সাথে সেইসব ছেলেমেয়েদের বাংলা ভাষায় লিখিত পুরান কথা, ধর্ম পুস্তক, আর বিভিন্ন গল্প যা বাংলা ভাষায় লিখিত সেইসব বই পড়তে তাদের উৎসাহিত করতে হবে।
Post a Comment