এলো চুলে মেঘলা দিনে দাঁড়িয়ে থাকা ধানের গোলায় চাঁদের আলো তোকে মনের মত করে প্রথম দেখা আসিস চলে ঠিক সময়ে দাঁড়িয়ে থাকবো।

 

Story and Article

টুসু আমার ভালোবাসা

প্রদ্যোৎ কাঞ্জিলাল ১৫/০১/২০২২ ১লা মাঘ১৪২৮ টুসু আমার গ্রাম বাংলার অষ্টাদশী মেয়ে রূপের ফুল ফুটবে বলে পাপড়ি হয়ে ওঠে গোলাভরা ধান হৃদয় জোড়া মান ভালোবাসার গান আকাশ বাতাস জুড়ে। চোখে চোখ রেখে আমি পাগল তোর জন্য নতুন গুড়ের মিষ্টি স্বাদে ঠোঁটের পরশ ছোঁয়া ও টুসু তুই আয় চলে সাঁঝের বেলা প্রথম ছোঁয়ার উষ্ণতা তুই প্রাণের আরাম দেখব বলে অপেক্ষায় আজো অপেক্ষমান। এলো চুলে মেঘলা দিনে দাঁড়িয়ে থাকা ধানের গোলায় চাঁদের আলো তোকে মনের মত করে প্রথম দেখা আসিস চলে ঠিক সময়ে দাঁড়িয়ে থাকবো। তোর চোখের নেশায় হৃদয়ে টান লেগেছে যাসনা ভুলে আমি তোর সাথে চাইছি দেখা করতে বুকের ভিতর অনল জ্বলে তীব্র আলোড়ন স্ফুলিঙ্গ উঠছে জোরে তোকে পাবার মন। উড়ু উড়ু মনে বাতাসের টানে ঘর বাঁধার ইচ্ছাতে হৃদয়ের খোঁড়াখুঁড়ি বুকের ভিতর ধুকপুকানি হাপরের মতো চলে হাতের ছোঁয়ায় উষ্ণতা হৃদয় যায় ভরে। @প্রদ্যোৎ কাঞ্জিলাল