কালোর রক্ত লোহিত দাঁত সাদা হীরে, ন্যাপথলিন সুগন্ধি কালো তেই দেখি।

 

Story and Article


"কালো মেয়ের উপাখ্যান"

-- অরবিন্দ সরকার
বহরমপুর, মুর্শিদাবাদ।

অপয়া বাদল মেঘ আমি কালো মেয়ে
ঠিক যেন অমাবস্যা ঘোর অন্ধকার,
কয়লা খনিতে থাকি ব্যথা একঘেয়ে,
কালোর বুকে হীরক দ্যুতি খ্যাতি যার।
সূর্য্য কিরণ পশ্চাতে ছায়া ধারী রূপ,
কালো গাভী দুধ দেয় বর্ণ তার সাদা,
আলকাতরা কালচে মরিচা নিশ্চুপ,
পীচ্ ঢালা রাজপথে হাঁটে নামজাদা।
শ্যামা কালো পূজো পায় মণ্ডপে মন্দিরে,
কালো টাকা সাদা হয় সিকি হয় মেকি,
কালোর রক্ত লোহিত দাঁত সাদা হীরে,
ন্যাপথলিন সুগন্ধি কালো তেই দেখি।
স্যাকারিন অতিমিষ্টি তাতে থাকি আমি,
গুনে কালিমা লেপন দর্শনে বেদামী‌।