আমার খুব অবাক লাগে কীভাবে লিচুর বিচি আর তেলাপোকার রঙ আশ্চর্যজনক ভাবে এক !

Story and Article

অমৃত বাণী : পোস্ট ৫৩
Naseer Ahmed

' আমি কখনই বলিব না , টিকিয়া থাকাই চরম
সার্থকতা নয় । অতিকায় হস্তী লোপ পাইয়াছে
কিন্তু তেলাপোকা টিকিয়া আছে । '
শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ( ছোট গল্প বিলাসী )

ডাইনোসরের যুগ পেরিয়ে হিরোশিমা নাগাসাকির পারমাণবিক বোমা হজম করে কোটি কোটি বছর ধরে তেলাপোকা টিকে আছে পৃথিবীর সবখানে। টিকে আছে আমাদের বাথরুমে এবং ঘরের আনাচে কানাচে ।

আমাদের ৬ তলা বাসাতেও আছে তেলাপোকা । কলা কিনে ট্রলিতে রাখলে সকালে উঠে দেখতাম দু'একটা কলা আধা খাওয়া অবস্থায় আছে । কাগজ দিয়ে কলা ঢেকে রেখে পরে দেখেছি এই বুদ্ধিমান তেলাপোকা ঠিকই কলা একটু খেয়ে রেখে গেছে । তাই কলা আর ঢেকে রাখি না । এদেরও অধিকার আছে আমাদের খাদ্য দ্রব্যে । অবশ্য ঠান্ডায় শীত নিদ্রার কারণে তেলাপোকার উৎপাত এখন আর নাই বললেই চলে ।

আমার খুব অবাক লাগে কীভাবে লিচুর বিচি আর তেলাপোকার রঙ আশ্চর্যজনক ভাবে এক !

পৃথিবীর কোনো প্রাণীকেই অহেতুক সৃষ্টি করা হয় নাই । তেলাপোকা বর্জ্য আবর্জনা খেয়ে প্রকৃতিকে পরিশুদ্ধ করে । প্রকৃতির নাইট্রোজেন চক্রে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখে। চীন এবং দূর প্রাচ্যের কিছু দেশে স্ট্রিট ফুড হিসাবে তেলাপোকা ভাজা খুব জনপ্রিয়