যার সাহিত্য উজ্জীবিত করছে প্রতিদিন বাঁচিয়ে রেখেছেন তরুণদের ধারা

Story and Article

 
তৈমুর খানের প্রতি

উমর ফারুক অগাধ সাহিত্য ছিঁড়ে যাচ্ছে মুখ্ হা করলে নানা রকম ভাবনারা কথা বলে। যার সাহিত্য উজ্জীবিত করছে প্রতিদিন বাঁচিয়ে রেখেছেন তরুণদের ধারা বোধগম্য শব্দের বুনন রুচি বাড়ায় হৃদয়ের আত্মস্বর বাড়ায় ! কখনো কখনো কাব্য কে ধন্যবাদ জানাই হৃদয়ে ক্ষুদ্র ক্ষুদ্র উপাখ্যান গড়ে ওঠে মাঝে মধ্যে কাব্যের মহাসাগরে ভাসতে দেখি। সেই কাব্যের পাশে আমি যখন থাকি তখন সাহিত্যে বিপ্লব দেখার স্বপ্ন দেখি। সব কিছু উজাড় করে বলছি কাব্য আমাকে ছুঁয়েছে আমার অভিভাবক হিসেবে। প্রতিদিন কোনো কোনো লেখা তোমার ভাবনা থেকেই মগজে ভীড় জমায়।