তৈমুর খানের নতুন গদ্যগ্রন্থ একটি বিজ্ঞাপন - প্রকাশিতব্য গ্রন্থ : আত্মসংগ্রহ

 

Story and Article

কয়েকদিনের মধ্যেই প্রকাশ হতে চলেছে :

 'আত্মসংগ্রহ' আত্মজীবনী নয়, জীবনের খণ্ড খণ্ড অভিঘাত, চেতনার অবিন্যস্ত ঢেউ যা খুবই স্পর্শাতুর, মরমি এবং একান্ত ব্যক্তিগত আলোছায়ার সম্পাদ্য। টুকরো টুকরো জীবনকে কুড়িয়ে আনা, অশ্রুভেজা চোখে তাকিয়ে দেখা, ব্যথায়, অভিমানে সহ্য করা কিছু মুহূর্ত আবার বিদ্রোহী হয়ে ওঠারও স্ফুলিঙ্গকে লালন করা সবই আত্মসংগ্রহের বিষয়। অকপটভাবে নিজের স্মৃতির কাছে হৃদয়ের আনন্দ-বেদনা দুঃখ-কাতরতার প্রহরগুলি তুলে ধরা। না, নিছক সাহিত্যের জন্য নয়, ব্যক্তিজীবনের প্রগাঢ় উপলব্ধির অনিবার্য বলতে না পারা কষ্ট ও স্বপ্নগুলিকে মুক্তি দেওয়াই এই লেখার উদ্দেশ্য।

প্রকাশিতব্য গ্রন্থ : আত্মসংগ্রহ
লেখক : তৈমুর খান
প্রচ্ছদ : অর্পণ 
অক্ষরবিন্যাস : আদিত্য সিংহ
প্রকাশক : বার্ণিক প্রকাশন 
মুদ্রিত মূল্য : ২০০ টাকা

প্রি-বুকিং শুরু হল। 
আগামী ১৫ জানুয়ারি পর্যন্ত ব‌ইটি প্রি-বুকিং এ পাওয়া যাবে ২৫% ছাড়ে। 
অর্ডার করতে যোগাযোগ : 8391058501 (whatsapp)