শুকিয়ে যাওয়া অনাজের মত হৃদয়ের চারিপাশ। মরীচিকা গিলে খাচ্ছে শিরা উপশিরা ফেলে আসা বিশ্বাস।

 

Story and Article


নস্টালজিয়া

কলমে - শ্রী রাজীব দত্ত আজও তোর ফেলে আশা মন গড়া নালিশে, দিন কেটে যায় চোখের জলে স্বপ্নেরা জড়িয়ে কোল বালিশে। মৃত্যু শিহরে দাঁড়িয়ে করা নাড়ছে দিবারাত্রি, নড়বড়ে ছিটকানি অপেক্ষা মাত্র মুহূর্ত শবযাত্রী। শুকিয়ে যাওয়া অনাজের মত হৃদয়ের চারিপাশ। মরীচিকা গিলে খাচ্ছে শিরা উপশিরা ফেলে আসা বিশ্বাস। আলগোছে আলপিনে আটকে রাখা স্মৃতিরা, মুছে যাওয়া ক্যানভাস স্বরলিপি থেকে সুর আর গীতিরা।