পরম আন্তরিকতায় কোনো কমতি ছিল না, কোনোকালেই।
স্মরণের মেঘ আভাসে - অমিতাভ সরকার
ছোটোবেলায় ওই দাদু আমাদের খুব ভালোবাসতো । নিজের ভাইপো-ভাইঝি, তাদের ছেলেমেয়েরা ছাড়া দাদুর নিজের বলতে কেউ না থেকেও সবার কাছে উনি অনেক বেশি আপন ছিলেন; বন্ধু,আত্মীয়,প্রতিবেশী সবাই ওনাকে ভালোবাসতো,খোঁজ-খবর রাখতো।বয়সগত,স্বভাবগত ভুল-ভ্রান্তির জন্যে বকাবকিও শুনেছেন। তার জন্যে ওনার কষ্ট, রাগও হতো ।
টাকাপয়সা ঠিকঠাক জমিয়ে রাখতে পারতেন না, অকাতরে বিলিয়ে দিয়েছেন অনেককেই। হয়তো কিছুটা খামতি থাকতো মানুষকে তাৎক্ষণিক চেনাবোঝার, তবে ভালোবাসায় ,পরম আন্তরিকতায় কোনো কমতি ছিল না, কোনোকালেই।
এখন আর ওই নামে কেউ আমায় ডাকে না। চিন্তা সময়ের কাজের ভিড়ে সেই আঘ্রাণ আমি আজও টের পাই। মনটা থেমে ঝাপসা হয়ে যায়।আবার সামনে এগোই।
Post a Comment