ঘোমটা দিয়ে গাঙে যাচ্ছে জেলে পাড়ার বধূ। কলসী কাঁখে ফিরছে ঘরে হলদে আইল ধরে,
শেখো মানুষ শেখো তোমরা
ছন্দ : স্বরবৃত্ত
-সৌরভ দুর্জয়
সরষে ফুলে ছেয়ে গেছে পদ্মা নদীর চর,
হলদে শোনে ছাওয়া যেন চরের সকল ঘর।
করছে খেলা মৌমাছিরা ফুলে ফুলে ঘুরে,
জেলের নৌকা বাধা আছে অল্প একটু দূরে।
ফুলের ঘ্রাণে মনের কোণে জাগছে শুধু ঢেউ,
ক্ষেতের পাশে বসে বসে করছে গল্প কেউ।
ছোট্ট পাখি উড়ে উড়ে ডাকছে তারই মাকে,
মায়ে আছে চরের পাশে পদ্মানদীর বাঁকে।
ধরে শিকার পুরে মুখে উড়াল দিয়ে এসে,
বাচ্চার মুখে খাবার দিবে মিষ্টি মধুর হেসে।
মৌ চাষীরা বেধেছে ঘর জোগাড় করতে মধু,
ঘোমটা দিয়ে গাঙে যাচ্ছে জেলে পাড়ার বধূ।
কলসী কাঁখে ফিরছে ঘরে হলদে আইল ধরে,
মাকে হারায় ডাকছে বাছুর হাম্বা হাম্বা করে।
মায়ে পেয়ে বাছুরটারে চাটছে জিহ্বা দিয়ে,
রাখাল ছেলে ফিরছে ঘরে গরু বাছুর নিয়ে।
বিকেল বেলা চরের বুকে বহে শীতল হাওয়া,
সন্ধ্যা হলে থেমে যায়যে সবার আসা যাওয়া।
জোছনা রাতে বলে কথা সরষে ক্ষেতের সনে,
সকল কথা খুলে বলে যতো আছে মনে।
ভোরের সূর্য জাগায় তোলে সরষে ক্ষেতকে রোজ,
কেমন গেছে রাতের প্রহর রাখে সেসব খোঁজ।
কেঁদে কেঁদে বলে ক্ষেতে সূর্য মামার কাছে,
হারায় যাবে হলদে পাপড়ি ; অল্প সময় আছে।
মুছে যাবে হলুদ জমিন উড়বে বালু শুধু,
হারায় যাবে সরিষা ক্ষেত হবে মরু ধূ ধূ।
মানুষ যেমন যৌবন হারায় বৃদ্ধ হয়ে যায়,
হলদে মাঠও তেমন করে মরুভূমি হয়।
শেখো মানুষ শেখো তোমরা দেখে পদ্মার চর,
আজকে যারা আপন তোমার কালকে হবে পর।
ক্ষণিক রূপের বাহার কিংবা পেয়ে গায়ের জোর,
ভুল করো না মরতে হবে ; ঘর যে হবে গোর।
২১/০১/২০২২
ফরিদপুর।
ছন্দ : স্বরবৃত্ত
Post a Comment