বেগুন ভাজা বেজায় প্রিয় কুমড়ো ফুলের বড়া, না পায় যদি পটলের দম মেজাজ হবে কড়া।
গিন্নীমাতা
প্রবক্তা সাধু
(স্বরবৃত্ত ৪+৪/৪+২)
--------------
গিন্নীমাতা বললো হেঁকে
মনে রাখিস কালু,
কত্তাবাবু ভর্তা খাবে
আনিস কিনে আলু।
বেগুন ভাজা বেজায় প্রিয়
কুমড়ো ফুলের বড়া,
না পায় যদি পটলের দম
মেজাজ হবে কড়া।
ছোলার ডালে ছাক্কা খাবে
বাঁধাকপি ভাজি,
গোটাকয়েক গাজর আনিস
বাজার থেকে আজি।
চিকন চালের ভাতের সাথে
পিঁয়াজ কালি হলে,
কত্তাবাবুর গরম মেজাজ
তরল হবে গলে।
গিন্নীমাতা ফর্দ খানা
কালুর হাতে দিয়ে,
বলেন এ সব জলদি আনিস
কাঁচা বাজার গিয়ে।
-------------------------
১৬/০১/২০২২ প্রবক্তা সাধু।
Post a Comment