জানেনা লাশ , দুহাতে হাত রাখলেই , জ্বলে উঠবে চকমকির আগুন।
শ্মশানের ফিস্ ফিস্
সুদীপ চক্রবর্তী শ্মশানের সিঁড়িতে পরে আছে সার সার লাশ , স্বজনেরা বসে আছে ছড়িয়ে ছিটিয়ে এপাশ ওপাশ । মন করে আনচান , উস্ খুস্ করে মন , এই ফিস্ ফিস্ কথা চলে " দু হাত হয়ে যাবে এখন "? না ভাই , অনেক গিয়েছে সময় , চল যেথা যাব যাই , সে তো অনেক দেরি ! লাইন নিয়ে চলছে কাড়াকাড়া । লাল আগুনের শিখা তুমি নিশ্চয় পাবে , তার আগে " দুহাত হয়ে যাবে "? না ভাই ,সব সম্পর্ক শেষ , ফেরা নাই , আগুনে পুড়লে তুমি হয়ে যাবে ছাই , তাই চল , "দুহাত খেলে যাই "। অনেক দিনের পুরানো অভ্যাস , এত তারাতারি হয়ে যাবে শেষ । যদি এরপর ফিরে পাই শ্বাস , তবে ফিরে পাব আমার বিশ্বাস । ডোম , পুরুতেরা মন্ত্র পড়ে,রচে চলে যাবার ষড়যন্ত্র, লাশ উঠে পরে কাঁধে, হরি হরি বোলে , খোল করতালে , উঠে কীর্তন। জানেনা লাশ , দুহাতে হাত রাখলেই , জ্বলে উঠবে চকমকির আগুন।
Post a Comment