পৃথিবীর রমণীগুলো মনে হয় এমনই নদীর মতো হয়, ওরা বদলে যায়, ওরা লীন হয়ে যায়, বাহুলগ্না হয়ে চলে যায় অন্য দয়িতের কাছে!

 

Story and Article


স্বপ্ন ভঙের গল্প

একটু বসো, একটি গল্প বলব, শোনো। আমার একটি নদী ছিল -- সেই নদী পাহাড়ের কোল পেরিয়ে, যোজন যোজন মাঠ পেরিয়ে, বালি নুড়ি পলিমাটি ভেঙে এসে পৌঁছেছিল আমার আঙিনার কাছে। সে এসেছিল হিমবাহ থেকে ব্রহ্মপুত্র নামে তারপর আরও কত নাম হলো তার, আমি তাকে চেয়েছিলাম -- কিন্তু সে চলে যেতে চাইল মহাসমুদ্রের কাছে। সে আর আমার কাছে রইল না -- সে বদলে গেল, অন্য একটি নদীর কাছে লীন হয়ে চলে গেল সাগর মোহনার দিকে। পৃথিবীর রমণীগুলো মনে হয় এমনই নদীর মতো হয়, ওরা বদলে যায়, ওরা লীন হয়ে যায়, বাহুলগ্না হয়ে চলে যায় অন্য দয়িতের কাছে! নদীর চেয়ে পাহাড় ভালো, ওরা স্থির থাকে এক জায়গায়। আকাশও ভালো -- রাতভর তারা জ্বেলে রাখে। মেঘমালাও কত সুন্দর! ওরা বৃষ্টি হয়ে শীতল করে পৃথিবী । বৃক্ষও ভালো, ছায়া হয়ে থাকে। যদি শোনো, আরও কিছুক্ষণ বসো -- আরও অনেক কথা আছে বলার, ভালোবাসাহীনতার সে কথা, বঞ্চনার সে কথা। যদি বসো, বনকুঞ্জে জ্বলে থাকা অজস্র জোনাকির আলোয় তোমাকে দেখব আর আমার গল্প শোনাবো । রাজপুত্তুরদের প্রেমের কোনও রূপকথা নয়, শোনাবো আমারই স্বপ্ন ভাঙার গল্প, নৈসঙ্গের গান। তুমি না শুনতে চাইলে অন্য কাউকে শোনাবো -- সে হয়তো প্রেমময়ী প্রেয়সী কেউ নয়, নিতান্তই সে ঘাস ফড়িং হবে , তাকেই শোনাবো আমার স্বপ ভঙের গল্প। ~ কোয়েল তালুকদার