মনের বিবশ আবেশে গুন গুন গান গাও ইচ্ছে ডানায় আকাশে ভাসিয়া বেড়াও হাওয়াতে মনের সুরভি ছড়াও আমার ইচ্ছাটাও প্রিয় --- শুনে নাও

 

Story and Article


রামপ্রসাদ চক্রবর্ত্তীর কবিতা


মনে রেখো

রামপ্রসাদ চক্রবর্ত্তী
কখনো নয় ভুলে যাওয়া
মনেতে মনে রাখা---
কে আমি কে তুমি --- মনেতে রাখা
মাঝে বিশ্বাস এবং ভালোবাসা -- প্রত্যাশা
জমাটি যুদ্ধ জয়ের জীবন গান যে-----
মনেতেই শ্রদ্ধা ও সম্মানের আসন পাতা।


বিশ্বাসেই মান্যতা
রামপ্রসাদ চক্রবর্ত্তী
জীবনের যেটুকু চাওয়া আমার
তারও বেশি পেয়েছি যে আমি
তোমাকেই তো পেয়েছি হ্নদয়ে
বিশ্বাসেই মান্যতা মনে প্রানে মানি।


নয়নে রাখিয়া দাও
রামপ্রসাদ চক্রবর্ত্তী
অনুরাগ রঞ্জিত স্নিগ্ধ চাহুনি সলাজ
আঁখিতে কনক কাজল । ফুল ডোরে
রঙের বাহার গর্বিত ফুল সাজ সমাহার।
লুটিয়ে খুশির সোহাগ আঁচল
মনের বিবশ আবেশে গুন গুন গান গাও
ইচ্ছে ডানায় আকাশে ভাসিয়া বেড়াও
হাওয়াতে মনের সুরভি ছড়াও
আমার ইচ্ছাটাও প্রিয় --- শুনে নাও
তোমার নয়নতারায় আমায় ঠাঁই টুকু দাও।