কোথাও যাবোনা আর আমার বাসনার বদ্বীপে সাজাবো বাসর ভালোবাসার দোলনায় দুলে যাবো নিরন্তর।
তোমার সান্নিধ্য পেলে
-মেহের আমজাদতোমার সান্নিধ্য পেলে হয়ে যাবো আবার দূরন্ত কিশোর হয়ে যাবো প্রজাপতি খেলবো কানামাছি শৈশবে ফিরে গিয়ে বাঁধবো নতুন করে খেলাঘর। নতুন প্রত্যাশায় নতুন করে নতুন পৃথিবী দেখতে পেতাম যদি আরও একবার তোমার সান্নিধ্য পেলে ফিরে যেতাম আবার। ফেলে আসা স্মৃতির আয়নায় তুমি ছিলে এত সুন্দর! তোমার সান্নিধ্য পেলে কোথাও যাবোনা আর আমার বাসনার বদ্বীপে সাজাবো বাসর ভালোবাসার দোলনায় দুলে যাবো নিরন্তর। -----------
লেখা- মেহের আমজাদ তারিখঃ ১০-০১-২০২২
Post a Comment