আমি অনায়াসে বলে দিতে পারি

Story and Article


মা -  মানিক বৈরাগী

কখনো কেউ কি ছিলো ? কখনোই কি ছিলো?  নদীটি ছাড়া
কখনো কেউ কি ডেকে ছিলো  খুব নিরব? হেমন্তের কাশবনে
অনুভবের স্পর্শে প্রশ্ন করেছিলো
বাঁশিতে এতো কষ্ট কিসের?
ফেরারি সময়ে শীতের রাতে  উনুনে আগুন জ্বেলে
কেউ কি প্রতিক্ষা করেছিলো ? স্তন্যদায়ী মা ছাড়া!!

আমি অনায়াসে বলে দিতে পারি
কেউ ছিল না,কেউ ডাকেন,বাসেনি কেউ ভালো
কেউ জ্বালেনি স্বার্থবিনে আলো

মা'ই ছিলো  নিশাচরী ডাহুক পাখি স্বর্গদেবীর  মতো।