জেগে ওঠে কখনও বেদনার নীল রঙ্গ হয়ে কখনও দুখের ছায়া হয়ে কখনও প্রিয় কোন স্মৃতি হয়ে
রয়ে যায় স্মৃতি হয়ে
-মেহের আমজাদবিলুপ্ত করতে চাইলেই কি স্মৃতিরা বিলুপ্ত হয় ! জেগে ওঠে কখনও বেদনার নীল রঙ্গ হয়ে কখনও দুখের ছায়া হয়ে কখনও প্রিয় কোন স্মৃতি হয়ে জেগে ওঠে মনের ক্যানভাসে। চেয়েছিলাম স্মৃতির পাতায় যত আছে বহমান কষ্টের নদী বিলুপ্ত হয়ে যাক সব শুধু থাক স্মৃতি হয়ে প্রিয় স্বপ্নগুলো স্মৃতি হয়ে থাক সুখের সেই হারানো দিনগুলো। চেয়েছিলাম স্মৃতিময় তীব্র যন্ত্রনাগুলো বিলুপ্ত হয়ে যাক শুধু জেগে থাক নিরন্তর জেগে থাক আগামির স্বপ্নগলো। কিন্তু চাইলেই যে হয়না বিলুপ্ত করা য়ায়না সবকিছু রয়ে যায় স্মৃতি হয়ে। ------------------------------------------------- মেহের আমজাদ মেহেরপুর। ৩০-০১-২০২২
Post a Comment