কালিগঙ্গার জলে ভাসিয়েছিলাম ডিঙ্গি নাও অন্ধকারে বলেছিলাম ওকে -- এসো প্রেম দাও
সুজাতা সান্যাল
কোয়েল তালুকদার
কালিগঙ্গার বাঁকে সেদিন সন্ধ্যায় উঠেছিল চাঁদ তারায় তারায় ভরে গিয়েছিল হেমন্তের রাত রঙিন জোনাকীদের মতো ব্রণে ভরা তার গাল 'ভালোবাসি' এই কথাটি বলেনি সুজাতা সান্যাল। সন্ধ্যার সন্নাসীকে কেউ ভালোবাসে না কি বু্নো হাঁসদের কোনও ঘর আছে নাকি ? আমারও ঘর নেই চুলো নেই, নেই কোনো চাল এ কথাটি জেনে গিয়েছিল সুজাতা সান্যাল। কালিগঙ্গার জলে ভাসিয়েছিলাম ডিঙ্গি নাও অন্ধকারে বলেছিলাম ওকে -- এসো প্রেম দাও গাল ভরা হাসি দিয়ে বলেছিল- 'দেখা করব কাল' তারপর কোনদিন আসেনি সুজাতা সান্যাল। ~ কোয়েল তালুকদার
Post a Comment