অন্ধকারে দুচোখে মোমের আলো

Story and Article


প্রেমের একাল সেকাল  - রঞ্জিত দে

যখন নতুন প্রেমে পড়ি তখন মনে হয় চাঁদের জোৎস্নাতে নিজেকে ডুবিয়ে রাখি উত্তাল সমুদ্রের গভীরতা চোখে সৈকতে বসে তোমায় মনে রেখে বালিতে তোমাকে আঁকি। সুদুর অজানায় কোনো ঠিকানায় হারাতে চাই কোনো বাহানায় তোমার চোখে চোখ রেখে তোমার শাড়ির রঙের বিচার করে পরির সঙ্গে তুলনা করি তোমারে কে বেশি সুন্দর আমার চোখে। রাতের ঘুমে মনে কত স্বপ্নের ঢেউ ভাবি আমার মতো সুখী নেই কেউ তুমিই আমার সেই সুখের চাবি সারাদিন নানান কাজের ফাঁকে মনের ভিতরে ধরে রেখেছি যাকে তাকে নিয়েই বসে বসে ভাবি। মনে আসে নানান রকমের ছন্দ খাতায় লিখে ফেলে কি আনন্দ মনে আবেগের আকুলতা। দিনরাত বসে করি নানা শব্দচয়ন যা হয়তো তোমার ভরাবে দুনয়ন আমার মনের কথার কবিতা। তারপর একদিন শুভ পরিণয় হয় তোমার সাথে থাকার স্বপ্ন করি জয় এবার বাস্তব জীবনে এসে পড়ি। সংসার জীবনটা কঠিন মনে হয় তখন অনেক কিছু হারিয়ে যায় স্বপ্নগুলো বাস্তবে খায় গড়াগড়ি। তখন আর নদী সাগরের বুকে অথবা পাহাড়ের গভীরে ঢুকে ছবিতে আঁকিনা আর তোমায় চাঁদের জোৎস্না আর দেখিনা ঘুরতে চাইনা আর অজানায়। প্রেমের দিনগুলো তোমাকে ভেবে সময়টা যে কাটতো লেখায় ডুবে খুঁজেও পাইনা সেইসব খাতা। কোন শাড়ি পড়লে লাগবে ভালো অন্ধকারে দুচোখে মোমের আলো  হারিয়ে গেছে লেখা সব কবিতা।