কাংখিত চাওয়া পাওয়ার জন্য কেউ কেউ অপেক্ষার প্রহর গোনে
চাওয়া পাওয়া
-মেহের আমজাদ
চাওয়া পাওয়ার শেষ নেই
একটা পুরণ হলেই আরেকটা আসে,
না চাইতেই যা আসে অনায়াসে
ওটাকে তো চাওয়া পাওয়া বলেনা
প্রত্যাশাও ছিলোনা
এসে গেল ওটা চাওয়া পাওয়ার মধ্যে নয়।
চাওয়া পাওয়া থাকে মনের মাঝে
কখনও বা প্রকাশ্যে কারও কাছে
আশা থাকে স্বপ্ন থাকে
পাবার আশায় মনটা কখনো কখনো
নেচেও ওঠে।
কাংখিত চাওয়া পাওয়ার জন্য
কেউ কেউ অপেক্ষার প্রহর গোনে
পেয়ে গেলে আনন্দ উচ্ছাসও থাকে
তবুও চাওয়া পাওয়ার হয়না শেষ
একটা পুরণ হলেই আরেকটা চলে আসে।
-------------------------------------------------
মেহের আমজাদ
মেহেরপুর।
১২-০১-২০২২
Post a Comment