এমন হিমেল রাতে শুরু হয় মন-মননের আলাপচারিতা।
হিমেল রাত
হিমের দাপটে পরিশ্রান্ত রাত গভীর থেকে গভীরে প্রবেশ করে।রাতের পরতে পরতে থাকে হিমের পরশ।রাতের যবনিকায় আড়াল হয়ে যায় স্পর্শ সুখের ইতিহাস।এমন হিমেল রাতে শুরু হয় মন-মননের আলাপচারিতা।তার অনেক পরে যখন হিম-রাত মিলেমিশে একাত্ম হয়ে যায়, তখনই প্রিয় অনুভূতিরা এসে ভিড় করে মনের গোপন চোরাকুঠুরিতে।।© প্রিয়াঙ্কা ঘোষ।
Post a Comment