এমন হিমেল রাতে শুরু হয় মন-মননের আলাপচারিতা।

 

Story and Article

হিমেল রাত

হিমের দাপটে পরিশ্রান্ত রাত গভীর থেকে গভীরে প্রবেশ করে।রাতের পরতে পরতে থাকে হিমের পরশ।রাতের যবনিকায় আড়াল হয়ে যায় স্পর্শ সুখের ইতিহাস।এমন হিমেল রাতে শুরু হয় মন-মননের আলাপচারিতা।তার অনেক পরে যখন হিম-রাত মিলেমিশে একাত্ম হয়ে যায়, তখনই প্রিয় অনুভূতিরা এসে ভিড় করে মনের গোপন চোরাকুঠুরিতে।।
© প্রিয়াঙ্কা ঘোষ।