বাস্তবেতে ভীষণ কঠিন সুখ,প্রত‍্যাশার সীমা রেখে স্বার্থহীন বাঁচো সমাজ মাঝে,

 

Story and Article


সুখ

মহীতোষ গায়েন আকাশ ছোঁয়া আশা নিয়ে ক্লান্ত... সুখ আকাশে খেলে দুর্বিনীত মেঘ, চাওয়া পাওয়ার হিসেব চুকে গেলে ছন্দ জীবন হারায় গতিবেগ। বাস্তবেতে ভীষণ কঠিন সুখ,প্রত‍্যাশার সীমা রেখে স্বার্থহীন বাঁচো সমাজ মাঝে, মানব সেবায় নিমজ্জিত হলে,আকাশ-সম পূরবে আশা,ফিরবে সুখ ভালোবাসায় কাজে।