Home নীড়হারা - বান্টি দেব দীর্ঘ সমুদ্র পাড়ি দিয়েছি নীড়হারা - বান্টি দেব আমি নীড় হারা এক পাখির মতো ঘুরে ফিরি কোন আকাশে, পাইনা তো খুঁজে পথের ঠিকানা। দীর্ঘ সমুদ্র পাড়ি দিয়েছি, দেখেছি, কতো না ঢেউ করেছে খেলা পার ভাঙ্গার প্রতিযোগীতায় মেতে ভেঙ্গেছে হৃদয়, বেঁধেছে অন্য ঘর। তবু তো খুঁজে ফিরি তোমাকে নীড় হারা পাখির মতো, চঞ্চল গগনে দেখেছি রূপ তোমার তিমির আঁধারে করেছো খেলা আঁচল পেতে। দেখেছি কতো না প্রজাপতির মেলা মধুর আশায় লুটিয়ে পড়ে ফুলের অন্তঃস্থলে। পাঁপড়ি ঝরা ফুল পিষে গেছে পথিকের পদতলে, তবু সেই ঝরা ফুল করুন শোকে দাঁড়িয়েছে প্রজাপতির সঙ্গ নেবে বলে। আমিও দাঁড়িয়েছি আজ- সেই ঝরা ফুলের মতো তোমাকে খুঁজে নেবো বলে, তাই আজ আমি নীড়হারা এক উন্মাদ পাখি।
Post a Comment