আমাদের জানাশোনার বাইরেও কত শক্তিশালী প্রতিভা ছড়িয়ে আছে মাঝে মাঝে তার টের পাই লিটিল ম্যাগাজিনগুলিতে।
দুটি লিটিল ম্যাগাজিন আলোচনা

তৈমুর খান

আমাদের জানাশোনার বাইরেও কত শক্তিশালী প্রতিভা ছড়িয়ে আছে মাঝে মাঝে তার টের পাই লিটিল ম্যাগাজিনগুলিতে। আশ্চর্য হয়ে ভাবতে থাকি—সাহিত্য-সংস্কৃতিতে বাঙালির সমকক্ষ আর কেউ হতে পারে না। এই সময়ের দুটি পত্রিকা হাতে এসে পৌঁছালে এই বিশ্বাস আরও তীব্র হয়ে উঠল।
১
দৃষ্টি
সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক ষান্মাসিক পত্রিকা তৃতীয় বর্ষ যুগ্ম সংখ্যা 'দৃষ্টি'(১৪২৮) বেশ আকৃষ্ট করল। ব্যতিক্রমী প্রচ্ছদে ফুলগাছের বিচিত্র চোখের উদ্ভাসে প্রেম ও সম্মোহনের বাতাবরণ আমাদের অনেক কিছুই বলে দেয়। প্রায় পঞ্চাশাধিক কবিতা, তেরোটি অণুগল্প, পাঁচটি নিমেষ গল্প, উনিশটি ছোটগল্প, পাঁচটি প্রবন্ধ এবং কথাসাহিত্যিক নীহারুল ইসলামের দীর্ঘ সাক্ষাৎকার এবং 'বাংলাদেশের বাংলা সাহিত্য' নামে আলাদা বিভাগে ইমদাদুল হক মিলন, নকীব ফিরোজ, হাকিম কায়সার, মুকলেস মুকুলের ছোটগল্প ও মারুফ আহমেদ নয়নের কবিতা প্রকাশিত হয়েছে। গ্রামবাংলার একটা ছোট পত্রিকার এত আয়োজন দেখে মন ভরে যায়। অথচ পত্রিকায় প্রকাশিত লেখাগুলির মানও যথেষ্ট ভালো। সাক্ষাৎকারে নীহারুল ইসলাম জানিয়েছেন : তাঁর সাহিত্যজীবন কবিতা দিয়েই শুরু। কী ছিল সেই কবিতা, তা লেখার প্রসঙ্গটিই বা কী তা খোলাসা করে বলেছেন। ১৯৯১ সালের মার্চ মাসে 'দেশ' পত্রিকায় তাঁর কবিতাও প্রকাশিত হয়। কবিতার নাম 'জন্মান্তর বৃত্তান্ত'। তাঁর লেখালেখির যাবতীয় খবরাখবর এই সাক্ষাৎকারে উঠে এসেছে। নীহারুল অকপট ভাবেই প্রকাশ করেছেন। এই সংখ্যার এটিই আমার কাছে ভীষণ মূল্যবান মনে হল। অণুগল্প, নিমেষ গল্প এবং ছোটগল্পগুলিও কৌতূহল জাগিয়ে তোলে। রাজকুমার শেখ, মানস সরকার, সৌমিত্র মজুমদার, কৃষ্ণেন্দু দাসঠাকুর, সুকান্ত কর্মকার, বিশ্বনাথ দেবনাথ, এস. কবীর, সৌমেন দেবনাথ, শুভ্রা চ্যাটার্জী, অদিতি ঘটক, শংকর ব্রহ্ম, পারমিতা মণ্ডল, সমীর কুমার অণুগল্পের পৃষ্ঠাগুলিকে পরীক্ষা-নিরীক্ষার ক্ষেত্র করে তুলেছেন। তেমনি নিমেষ গল্পগুলিও। ছোটগল্পে গৌতম বিশ্বাস, তন্বী হালদার, উত্তম কুমার পুরকাইত, দেবদাস কুণ্ডু, পবিত্র মণ্ডল, মৌসুমী ঘোষ, অর্ঘ্য ঘোষ, সুব্রত নন্দী, গৌতম সমাজদার, সুব্রত দত্ত, অমিত্রজিৎ নাগ, গোপাল চন্দ্র বিশ্বাস, টুম্পা মুখার্জি, সুচিস্মিতা চক্রবর্তী, সঞ্জয় চ্যাটার্জী, তৌফিক আলি, দীপক বিশ্বাস উজ্জ্বল হয়ে উঠেছেন। প্রবন্ধ এবং কবিতাগুলিও পাঠকের দাবি পূরণ করতে পারবে বলেই মনে হয়। যোগাযোগ: সম্পাদক দীপক বিশ্বাস, কদম্বগাছি, চাকদহ, নদীয়া, ফোন এবং হোয়াটসঅ্যাপ:৮৩৭৩৮৩৭০৮৩ /৯৭৩২৭৭৯২৮৫, মূল্য - ১৫০ টাকা।
২
এবং আমোদর
পত্রিকার নাম 'এবং আমোদর'(২০২২) 'হয়তো প্রথম অথবা সর্বশেষ সংখ্যা' উল্লেখ পূর্বক পত্রিকাটি প্রকাশিত হয়েছে। পত্রিকার নাম শুনেই আমরা অবাক। 'দামোদর' নামে নদী এবং পত্রিকা আছে, কিন্তু 'আমোদর'? সম্পাদক জানাচ্ছেন: "সবার শেষে, সবার নীচে, সবহারাদের মাঝে 'এবং আমোদর'ও আছে, এইটাই একটু জানান দেওয়া।'' ছায়ার যেমন প্রতিচ্ছায়া থাকে,ধ্বনির যেমন প্রতিধ্বনি থাকে,তেমনি 'আমোদর'ও থাকে। প্রায় ৭৫টি কবিতা লিখেছেন নবীন ও প্রবীণ কবিগণ। এঁদের মধ্যে অন্যতম হলেন : অজিত বাইরী, গৌতম মুখোপাধ্যায়, অনির্বাণ দাশ, দুর্গা মণ্ডল, অঞ্জন বর্মন, মুহম্মদ মতিউল্লাহ, মুক্তিপ্রকাশ রায়, জয়ন্ত চট্টোপাধ্যায়, সোমনাথ বেনিয়া, পার্বতী রায়, দীপ্তিপ্রকাশ দে, বৈদুর্য্য সরকার, মালবিকা হাজরা, উৎপল বন্দ্যোপাধ্যায়, খুকু ভূঞ্যা, চৈতালি রায়, দিলীপ ভঞ্জ, বলরাম কুণ্ডু, বিকাশ মহাদণ্ড, দেবাশিস মুখোপাধ্যায়, তপন বন্দ্যোপাধ্যায়, গুরুদাস দাস, নবকুমার শীল, অনির্বাণ চৌধুরী, সৈয়দ মহিউদ্দিন, সৃজিত রায়, রাখি মাহাতো, অপর্ণা দেওঘরিয়া, পার্থ গায়েন প্রমুখ আরও বহু কবি। প্রবাদ বাক্যের সৃষ্টির নানা প্রেক্ষিত ও পরিস্থিতি বিষয়ে আলোকপাত করে প্রবাদ বাক্য ও ধাঁধা সংগ্রহ করেছেন তপন বন্দ্যোপাধ্যায় তাঁর দীর্ঘ প্রবন্ধে। একমাত্র গল্প লিখেছেন শাশ্বতী চক্রবর্তী। বেশ মরমী গল্প। পত্রিকার প্রচ্ছদও বেশ আকর্ষণীয়। সম্পাদনা এবং লেখাগুলির পরিবেশনায় রুচি ও মানসিক উৎকর্ষের পরিচয় আছে।
যোগাযোগ: সম্পাদক গুরুদাস দাস, সাতবেড়িয়া কামারপুকুর,হুগলি-৭১২৬১২,
চলভাষ :৯৪৩৪৬৪৪৮৫৩/৭৪০৭২৮৫৭৮৩, মূল্য-৩০ টাকা।
Post a Comment