আসলে ভালো বাসা কোথায় কেউ কি আদৌ জানে?

 

Story and Article

ভালো বাসা ও ভালোবাসার খোঁজে

মহীতোষ গায়েন

একটা বাসা চাই ভালো বাসা; ভালোবাসার অম্লান আলয়... বহুদিন ধরে খুঁজে চলেছি পাচ্ছি না,ঠিকানা চাইছি। আসলে ভালো বাসা কোথায় কেউ কি আদৌ জানে?হয়তো জানে,বুঝতে পারে না,বুঝলেও দেখতে পায় না,খোঁজও পায় না। ভালো বাসা,ভালোবাসা,ভালো ভাষা এই তিন তত্ত্বের সমন্বয় সাধন করতে কত দিন,কত রাত,কত বর্ষা,কত শীত কত বসন্ত কেটেছে কেউ খোঁজ রাখে? আমাদের বাসা এখন নিরাপত্তাহীন, আমাদের ভাষা এখন অনিয়ন্ত্রিত... আমাদের ভালোবাসা এখন কৃত্রিম, আমাদের আকাঙ্ক্ষা কিন্তু অকৃত্রিম। একটা বাসা চাই, যেখানে আশা থাকবে ভালো ভাষা থাকবে,ভালোবাসা থাকবে; যেখানে থাকবে শান্তির গান,সুখের কবিতা, সুস্থ সংস্কৃতি,স্বচ্ছ রাজনীতি ও পবিত্র প্রেম।