আরও লেখ , শুধু লিখে চলো , তুলে ধরো পরিস্থিতির আয়না , যা প্রত্যক্ষ করে লিখে যেতে হবে নতুনের ভাবনা ।

 

Story and Article


কবিতা

সুদীপ চক্রবর্তী কবিতা উড়ে আসে সামুদ্রিক ঝড়ে , কবিতা নামে পাহাড়ের চূড়া থেকে অতি দ্রুত দৌড়ে দৌড়ে। বড় বড় নদীতে পালহীন ডিঙ্গি নৌকার মতো ভেসে চলে , শেষে গিয়ে পরে ছোট ছোট খালে বিলে , অনেক কাদা মাখা নালা পেরিয়ে ঢোকে আমার ঘরে , প্রেয়শীর মতো ভদ্র সে , প্রথমে দরজায় কড়া নাড়ে , বেশি চেঁচামেচিতে কখন যে সুট করে কেটে পরে , অনেক কঠিন সংঘর্ষের পর জন্ম নেয় , তারপর কবির মাথায় ঢুকে পরে কথা কয় , কবির সাথে তার সম্পর্ক অনেকটাই পিতা কন্যার মতো , সমস্ত অবস্থায় পিতা যেমন কন্যাকে যত্ন করে রাখে , কবিতা চলে তার সাথে কলমের ফাঁকে ফাঁকে । সুখে দুঃখে বেদনায় আর যাতনায় , কবিতা থাকে তার সমস্ত সীমানায় , তবুও কবিকে কবিতা তৃপ্তি দেয় না , আরও লেখ , শুধু লিখে চলো , তুলে ধরো পরিস্থিতির আয়না , যা প্রত্যক্ষ করে লিখে যেতে হবে নতুনের ভাবনা । জন্ম নেবে এক নতুন চিন্তার মনন গড়ে , যা উৎসাহিত করে সমগ্র সমাজকে , মেধা বৃত্তি সৃষ্টির কাজে , তখনই জন্ম নেয় , কবি শুনতে পায় রুনুঝুনু নূপুর বাজে । কবি মাঝে মাঝে মুক্তি চায় কবিতার কাছে , কে দেবে মুক্তি তাকে ? কবিতা তো তাকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে আছে , তাই কবিতার জন্মের শেষ নাই , সেই কবিতার আগে পিছে ঘোরে কবি আর কবিতাই , মাতৃগর্ভ থেকে মাতা যে ভাবে সন্তান জন্ম দেয় , কবির কাজ হলো মাতৃরূপী কবি হওয়া , সেটাই তার পরিচয় ।