রঙিলা বসন্তে
প্রবক্তা সাধু
বসন্তে রঙিলা হলো পলাশের বন শিমুলের লাল রঙে পুলকিত মন। নানা জাত ফুল আর পাখীর কুজন ওলিকুল প্রজাপতি নবীন জীবন। কুহুকুহু ডাকে পাখী আয়রে সুজন নব নব রূপ রসে সেজেছে ভুবন। ফসলের মাঠে ঢেউ খেলে সমীরণ বসন্তে হবে না মন বিরহ প্রবণ। প্রাণে আজ দোলা দিয়ে যায় শিহরণ কেনো মন উথলিত হয় সারাক্ষণ। ঋতুরাজ এসো রেখে কুসুমে চরণ তোমারে করিবো আজি সাদরে বরণ। মুরলী বাজায় সখা তৃষিত বদন বসন্তে সখীর ছোঁয়া অতি প্রয়োজন।
Post a Comment