কথা হচ্ছিল মিত্তির বাড়ির বৌদুটোকে নিয়ে । দিন দশেক আগে যারা শীতের পোশাক কেনার নাম করে দুই রাজমিস্ত্রির সঙ্গে পালিয়েছিল
একটি না বলা গল্প
কলমে রথীন্দ্রনাথ রায়
গল্পটা হল মিত্তির বাড়ির । সবাই জানে । আবার অনেকে নাজানার ভান করে । আসলে বেশ মুখরোচক কিনা । যদিও এমনতরো ঘটনা আজকাল আকছার ঘটছে । তবু অনেকেই -- মানে পাড়ার বৌঝিরা আড়ালে আবডালে বলে , ছিছি বৌদুটোর আক্কেল বলতে নেই । বয়স তো আর কম হয়নি । তাছাড়া অমন সাজানো সংসার । ছেলে মেয়ে আছে । তারা কিনা রাজমিস্ত্রির সঙ্গে ? মরণ হলোনা ? মুখে আগুন অমন পিরিতের মুখে । আর ওদের বরদুটোও তেমনি মেনিমুখো । বৌদুটোকে আস্কারা দিয়ে মাথায় তুলেছে ।
কথা হচ্ছিল মিত্তির বাড়ির বৌদুটোকে নিয়ে । দিন দশেক আগে যারা শীতের পোশাক কেনার নাম করে দুই রাজমিস্ত্রির সঙ্গে পালিয়েছিল । পুলিশ তাদের ধরে এনেছে । মানে সঙ্গের পয়সা খতম তো রাজমিস্ত্রিরাও লখনৌ স্টেশনে ছেড়ে দিয়ে উধাও । তারপর অনেক পুলিশি টানাহ্যাঁচড়ার পরে ফিরে আসতে পেরেছে । রাজমিস্ত্রিদুটো হাজতে । আর বৌদুটো সবার হাতে পায়ে ধরছে । তারা এমন ভুল আর কখনো করবেনা । চারপাশের মেয়েবৌরা অনেক ছিছি করল । অনেক অকথা কুকথা বলল । কেউ কেউ বলল , ওদের মাথা ন্যাড়া করে পেটানি দিলে পিরিতের নেশা ছুটে যাবে ।
কাঁদছে বাচ্চাদুটো ।
পুলিশ এসে বৌদুটোকে জিজ্ঞেস করল , তোমাদের স্বামীদের বিরুদ্ধে কোনও অভিযোগ আছে ?
ওরা একবাক্যে বলল , না ।
-- তবে কেন গিয়েছিলে ?
-- ওরা লোভ দেখিয়েছিল, অনেক টাকার ।
-- এখন কি বুঝতে পেরেছ ?
-- ওদের মতো খারাপ মানুষ হয়না । আমরা খুব ভুল করেছি ।
মেনিমুখো স্বামীদুটো সামনে এসে দাঁড়িয়েছে । এতক্ষণে তারা মুখ খুলল , ওরা ভুল করেছে । তার জন্য আমরা মাফ চাইছি । কারণ আমাদের দুটো বাচ্চা আছে । তারা মা থাকতেও মাতৃহীন হয়ে পড়বে ।
ওদের চোখে জল ।
বৌদুটো উঠে দাঁড়াল । স্বামীদের পা ধরে বলল , সত্যিই তোমরা দুভাই মানুষ নওগো ; দেবতা ।
( শেষ )
Post a Comment